অভার প্রমিজ 

সেলসে অভার প্রমিজ আপনার বিক্রিকে সাময়িক সাপোর্ট দিলেও দীর্ঘমেয়াদে অনেক বেশি ক্ষতি করবে।  আপনার যদি একই ক্রেতার কাছে পুন:বিক্রয়ের ইচ্ছে থাকে তাহলে দয়া করে আপনার পণ্য সম্পর্কে অভার প্রমিজ করবেন না । আপনার পণ্য যথেষ্ট গুনাবলী সম্পন্ন হওয়া স্বত্তেও আপনার অভার প্রমিজের কারনে পণ্যের পারসিভড ভ্যালু আর পারফরমেন্সের মধ্যে গ্যাপ তৈরি হবে। 




বুঝিয়ে বলছি-

ধরুন আপনি একজোড়া জুতো বিক্রয় করতে যাচ্ছেন কারও কাছে । আপনি আপনার ক্রেতাকে বললেন এই জুতো গ্রীষ্ম র্বষা শীতে অনায়াসে ৫ বছর ব্যবহার করা যাবে । ক্রেতার হয়তো ৫ বছর না ঠিকমতো ১ বছর ব্যবহার করতে পারলেই হতো । কিন্তু আপনি যেহেতু ৫ বছর প্রমিজ করেছেন এখন আর তার ১ বছরের কথা মাথায় নেই তার নতুন স্ট্যান্ডার্ড ৫ বছর হয়ে গেছে আপনার কথাতে । আপনার জুতো দেখা গেল ২ বছর টিকেছে । বাজারের অন্য জুতোর তুলনায় আপনার জুতো ভালো পারফর্ম করার পরেও আপনার অভার প্রমিজের কারনে আপনি আপনার এই ক্রেতাটাকে হারাতে পারেন।

অনেকেই পণ্যের ওয়ারেন্টির ক্ষেত্রে এরকম করে থাকেন। পরবর্তীতে নির্ধারিত ওয়ারেন্টি পেলেও ক্রেতা সন্তুস্ট হতে চাননা। কেউ কেউ নতুন বিনিয়োগকারীদের অতিরিক্ত ক্রেডিটের লোভ দেখান পরে নির্দিস্ট ক্রেডিট পেলেও সে সন্তুস্ট হতে পারেনা। 

আপনার পণ্য যতটুকু ততটুকুই বলুন। আপনি যা পারবেন ততটুকুই বলুন। অন্যথায় ক্ষতিগ্রস্থ হবেন।

মোঃ ফারুক হোসেন

Portfolio



Post a Comment

Previous Post Next Post