কিছু রোগী আছে নিয়ম মানবেনা কিন্তু সুস্থ থাকতে চায়। কিছু কর্মকর্তা আছে দুর্নীতি করেও সমাজে সৎ থাকতে চায়। কিছু খাটাশ আছে ঢিল মেরে বুদ্ধিজীবি হতে চায়। কিছু ম্যাজিশিয়ান আছে কাজ না করে গুগলের সিও হতে চায়। কিছু বান্দর আছে চিপা দিয়ে ঢুকে সামনের চেয়ারে বসে যায়। কিছু বলদ আছে প্যান্ট খুলে গেলেও মুখে বলে গেঞ্জি ছিল। কিছু মৌলবাদ আছে যা বুঝে সেটাই পৃথিবী। কিছু দার্শনিক আছে নতুন সবকিছুই যা সে বুঝেনা তা অদরকারী আর অখাদ্য। কিছু মাতাব্বর আছে যারা চোখে দেখার বাইরেও ভার্চুয়ালি কিছু আছে তা জানেনা। কিছু মন্ডল ঘরে বসেও যে এখন অনেক দেশ সম্পর্কে এনালাইসিস সহ জানা যায় তা বুঝার ক্ষমতা নাই। অনেক এনালিস্ট আছে যারা সবসময়ই অন্যদের সম্পর্কে ধারনা কম রাখে।
জীবনের অংক বুঝলে খুবই সরল। পৃথিবীর আপডেট ব্যাক্তিদের একজন বিল গেটস এখনো প্রতিদিন বই পড়েন,ব্লগ পড়েন, এনালাইসিস করেন, জ্ঞান আহরন করেন। উইন্ডোজ এক্সপি উইন্ডোজ ১০ হয়েছে, এনড্রয়েড ১ এনড্রয়েড ১১ হয়েছে, 2G এখন 5G হয়েছে......আমাদের নিজেদের ভার্ষন আপডেট করা অর্থাৎ যুগোপযোগী চিন্তা সময়ের দাবি।
যে বুঝাতে চায় আমি জ্ঞানী,আমি সবচেয়ে ভাল বুঝি, আমি সবচেয়ে ভাল আছি সে মাকাল ফল।
মাকাল ফল থেকে সাবধান!!!
মোঃ ফারুক হোসেন
Post a Comment