## সমালোচকদের দৃষ্টিতে: যখন আপনি সমকক্ষদের ঈর্ষার কারন হবেন এবং তারা যখন ভাবতে শুরু করবে যে,  আপনার টিমে আপনার এত কন্ট্রোল কেন? আপনার টীম প্রতি মাসেই ভালো করে কেন? আপনি এত সৎ কেন? আপনি সব কাজ এত সুন্দরভাবে করেন কেন? আপনি সব বুঝেন কেন? কোন অন্যায় হলে ছাড় দেননা বরং প্রতিবাদ করেন কেন?  আপনাকে সবাই এত বেশি ভালবাসে কেন? আর আপনার এত গ্রহনযোগ্যতা কেন? 

## নিজের আত্নোপলব্ধিতে: যখন দেখবেন টীমের সবাই আপনার কথা শুনে। আপনি বলা মাত্র ঐ ইস্যু নিয়ে ঝাপিয়ে পড়ে, নিজের পার্ফর্মেন্সের তুলনায় আপনার সন্মানকে বড় করে দেখে। আপনাকে ফলো করার চেস্টা করে। 

## ম্যানেজমেন্ট এর দৃষ্টিতে: ম্যনেজমেন্ট যখন আপনাকে গুরুত্ব দিবে। যেকোন বিষয়ে আপনার মতামত নিবে। আপনাকে কাজের স্বাধীনতা দিবে আর সুবিধা বাড়িয়ে দিবে।

1 Comments

  1. চমৎকার একটি লেখা, ধন্যবাদ আপনাকে

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post