আমি যা ভাবি, আমি যা বলি তাতে ভুল থাকতে পারে। কিন্তু আমি যা সিদ্ধান্ত নেই তা কয়েক ধাপে, কয়েকটি ফিল্টারে, কয়েকটি মাধ্যমে যাচাই করে নেই। ব্যাক্তি, পরিবার, সমাজ ও কর্মজীবনে আমার গৃহীত সিদ্ধান্তগুলো প্রায় সবই সফল। কনভিন্স না হলে সে যেই হোক তার মতামত আমলে নেয়ার কোন প্রয়োজন আমি অনুভব করিনা। অন্যদের ভুল সিদ্ধান্তগুলো বার বার আমাকে সঠিক শিখিয়েছে,দিয়েছে সঠিক সিদ্ধান্ত গ্রহনের অনুপ্রেরণা । তবে কেউ আমাকে কনভিন্স করলে নি:শ্বব্দে তা মগজে ঢুকিয়ে নেয়া আমার অভ্যাস । আমার সফল সিদ্ধান্তগুলোই প্রতিদিন আমাকে সাহস যুগিয়েছে আরেকটা ভালো সিদ্ধান্ত নেয়ার। বাড়িয়েছে আমার আত্নবিশ্বাস ও সাহস, করেছে আমাকে আলাদা, দিয়েছে সন্মান। আগামী দিনগুলোয় প্রতিটি কাজে আরো বেশি সাহস, আত্নবিশ্বাস আর বিস্ময় থাকবে শুধু সফলতার প্রত্যাশায়।
Post a Comment