কেউ স্বামী হিসেবে কেমন তা তার স্ত্রী জানে,
ভাই হিসেবে কেমন তা ভাই জানে,
বাবা হিসেবে কেমন তা সন্তান জানে,
সন্তান হিসেবে কেমন তা বাবা জানে,
ব্যাবসায়ী হিসেবে কেমন তা ক্রেতা জানে,
ব্যাক্তি হিসেবে কেমন তা আশেপাশে জানে,
কর্মঠ কিনা তা কর্মদাতা জানে,
বস হিসেবে কেমন তা সহকর্মী জানে,
____নিজেকে নিজেই শ্রেষ্ঠ অনুভব করা চরম বোকামি ছাড়া কিছুই না। পৃথিবীর সবার নিজস্ব কিছু চিন্তা থাকে যেটা তার কাছে সবচেয়ে সঠিক বলেই মনে হয়। যার যার চিন্তায় সেই সবচেয়ে সঠিক। কিন্তু একজনের জীবনে যে সিদ্ধান্ত সঠিক, অন্যজনের জীবনে হয়তো সেটি ভুল। তাই হুটহাট সিচুয়েশান না বুঝে কাউকে জ্ঞান না দেয়াই উত্তম।
☞ অহংকারের প্রথম কারণ ইলম তথা জ্ঞান। জ্ঞানী লোকেরা খুব তাড়াতাড়ি অহংকারী হয়ে যায়। তাই হাদিসে বলা হয়েছে-“অহংকার হচ্ছে জ্ঞানের বিপদ”। আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না' (সূরা লুকমান: ১৮)।
প্রকৃত জ্ঞানী ব্যক্তিমাত্রই জানেন, এ জগতে শেখার কোনও শেষ নেই........
@ মো: ফারুক হোসেন
Post a Comment